Thursday, July 18, 2013

Dipu Moni 's world record(দীপু মনি’র বিশ্বরেকর্ড)

Dipu Monir Department, the Right to Information Act, the
Dipu Moni 's world record
report and notified sapharasuci, according to the members of parliament have been foreign minister in the most important responsibility of getting (and 2009 in February 1st from foreign tour began), the last 54 months (10 July, the 2013 up to) 187 T tour has.
Dipu Moni spent almost 600 days out of the country at this time. Traveling abroad, it's a state nayai, Asia, Europe, America, and the foreign ministers reached the. India's former Foreign Minister SM Krishna and Pakistan's newly hina rabbani khara could be that none of the 100 foreign tour. Outgoing U.S. Secretary of State Hillary Clinton four years in 112 countries over the period of 306 days spent on the ground overseas. Many of his purbasuridera 25-30 days of continuous abroad, but there is no record of karai spent 400 days abroad. I have broken the record for the highest number of tenure of the Foreign Minister of Bangladesh. Alliance gloss cabinet members were going to build the new record. Dipu Moni!

বাংলা
দীপু মনির দপ্তর, তথ্য অধিকার আইনে প্রদত্ত বিবরণী ও ঘোষিত সফরসূচি মতে, প্রথমবার সংসদ সদস্য হয়ে পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে (২০০৯ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বিদেশ সফর শুরু করেন) গত ৫৪ মাসে (১০ই জুলাই, ২০১৩ পর্যন্ত) ১৮৭টি সফর করেছেন তিনি। এই সময়ে প্রায় ৬০০ দিন দেশের বাইরে কাটিয়েছেন দীপু মনি। বিদেশ সফরে প্রতিবেশী কোন রাষ্ট্র তো নয়ই, এশিয়া, ইউরোপ আমেরিকার প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রীদেরও ছাড়িয়ে গেছেন তিনি। ভারতের সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা কিংবা পাকিস্তানের হিনা রব্বানি খার কেউই বিদেশ সফরে ১০০ পার হতে পারেনি। সদ্য বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন চার বছর মেয়াদে ১১২ দেশ সফরে গিয়ে ৩০৬ দিন বিদেশের মাটিতে কাটিয়েছেন। তার পূর্বসূরিদের অনেকে ২৫-৩০ দিন পর্যন্ত একটানা বিদেশ সফর করলেও কারই ৪০০ দিনের বেশি বিদেশে কাটানোর রেকর্ড নেই। এক মেয়াদে সর্বোচ্চ সংখ্যক বিদেশ সফর করে সবার রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নয়া রেকর্ড গড়তে যাচ্ছেন মহাজোটের চমক মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ডা. দীপু মনি!
http://www.mzamin.com/archive_details.php?nid=NjI5NjY=&ty=MA==&s=MTg=&c=MQ==&seco=MjAxM3w3fDE3fDA= 

No comments:

Post a Comment